স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার করোনা ও ডেঙ্গু শনাক্ত


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার ডেঙ্গুও ধরা পড়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে ডিএমপির একটি থানার পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে জননিরাপত্তা বিভাগ একটি 'সমন্বয় সেল' গঠন করেছে। যেখানে একেকদিন একেক সচিবের নেতৃত্বে দায়িত্ব পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। আর প্রতিদিন সমন্বয় সেলের বিস্তারিত তথ্য মিডিয়ায় জানানোর দায়িত্বে ছিলেন শরীফ মাহমুদ অপু।

নাম প্রকাশ না শর্তে পুলিশের ওই কর্মকর্তা বলেন, 'পুলিশের তত্ত্বাবধানে গতকাল শেরে বাংলা নগর বালিকা কলেজে ১৫ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাও ছিলেন। বৃহস্পতিবার ফলাফলে তার পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির বাসাতেই অবস্থান করছেন।' জানতে পেরেছি মঙ্গলবার তার ডেঙ্গু পজিটিভ এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, 'তার বাসা লকডাউন করতে পুলিশ গেছে। তবে মানুষ এখন সচেতন হয়ে গেছে। করোনা শনাক্ত হলেই নিজেরাই লকডাউনে চলে যায়।'

প্রজন্ম নিউজ/ নুর