সপ্তাহে চারদিন অফিস চান জাসিন্ডা

প্রকাশিত: ২১ মে, ২০২০ ১০:১৭:২৮

সপ্তাহে চারদিন অফিস চান জাসিন্ডা

কর্মকর্তারা সপ্তাহের কার্যদিবসকে চারদিন করে নিক, এমনটা চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। করোনা পরবর্তী সময়ে পর্যটন খাতকে উৎসাহিত করতে এমনটা প্রস্তাব দিয়েছেন তিনি।

আলজাজিরা জানায়, ফেসবুকে লাইভে এসে নিজের এমন মতামত জানান জাসিন্ডা। অফিস কর্মীদের কার্যদিন চারদিন করে দিতে নিয়োগদাতাদের প্রতি আহ্বান করেন তিনি। তার মতে, লকডাউনের সময় মানুষ ঘর বসে অফিসের কাজ সেরেছে। এতে তারা বেশ অভ্যস্ত হয়ে উঠেছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গত সপ্তাহ নিউজিল্যান্ডে লকডাউন তুলে নেয়া হয়। দোকানপাট, স্কুল, পার্ক, স্টেডিয়াম, জিম থেকে শুরু করে একে একে সব কর্মস্থল খুলে যাচ্ছে।

দেশটির পর্যটন খাত অর্থনীতিতে ১০ শতাংশ ভূমিকা রাখে। যদিও করোনা পরিস্থিতির কারণে এ বছর সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।

এছাড়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সীমান্ত এখনও বন্ধ। ফলে বিদেশি পর্যটক এই মুহুর্তে পাচ্ছে না বলে চলে দেশটি। তবে অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে দেশি পর্যটকেরা।

আরডার্ন জানান, সারা বছরের ৬০ শতাংশ পর্যটক হচ্ছে দেশের নাগরিক। এখন অফিসের কাজ সহজ করে দিয়ে মানুষকে ঘুরতে দেয়া উচিত।

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ