ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

প্রকাশিত: ২১ মে, ২০২০ ১০:১৫:৫২

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি ও বোঝাপড়া শেষ করার ঘোষণা দিয়েছেন।

এসব চুক্তি ও বোঝাপড়ার শর্ত হিসেবে নিরাপত্তা সহযোগিতাসহ যেসব আইনগত বাধ্যবাধকতা ছিল সেগুলো এখন বিলুপ্ত হয়ে যাবে বলে জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এসব তথ্য জানিয়েছে।

দখলকৃত পশ্চিম তীরে নির্মিত ইহুদিদের বসতি ও জর্ডান উপত্যকার উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পরিকল্পনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন আব্বাস।

মাহমুদ আব্বাস অতীতে বেশ কয়েকবারই নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তা করেননি। তার নতুন ঘোষণার বিস্তারিত এখনো তিনি জানাননি। ফলে বাস্তবে বিষয়টি কীরকম হবে তা বোঝা যাচ্ছে না। সূত্র: ডয়চে ভেলে।

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ