করোনার তথ্য হস্তান্তর করতে অস্বীকার করায় ফ্লোরিডায় প্রধান বিজ্ঞানী বরখাস্ত

প্রকাশিত: ২১ মে, ২০২০ ০৪:২৮:০০

করোনার তথ্য হস্তান্তর করতে অস্বীকার করায় ফ্লোরিডায় প্রধান বিজ্ঞানী বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার করোনাভাইরাস অনলাইন ডাটাবেস তৈরি করা প্রধান বিজ্ঞানী রেবিকা জোনস দাবি করেছেন,তথ্যের হস্তক্ষেপের বিষয়ে কর্মকর্তাদের সাথে তার মতবিরোধ হয়েছে।এ প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) রেবিকা জোনসকে বরখাস্ত করে। 

৫ মে তথ্যপ্রযুক্তি বিষয়ক  পরিচালক পদে থাকা এই বিজ্ঞানীকে তার পদ থেকে সরিয়ে দেয় ডিওএইচ। 

 এ কারণে ফ্লোরিডা রাজ্য কর্তৃপক্ষের নিন্দা করেছে কয়েকজন। 

তারা দাবি করেছেন যে, রেবিকা জোনসের ড্যাশবোর্ডের মাধ্যমে দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডা আবার সচল হতে পারবে( লকডাউনে উঠিয়ে)।

শুক্রবার জোনস ঘোষণা করেন যে, তিনি ডিওএইচ-এ স্থানান্তরিত হয়েছেন। ফ্লোরিডার কভিড-১৯ সংক্রমণ, পরীক্ষা ও মৃত্যুর প্রতিদিনের স্ন্যাপশট সরবরাহকারী কোনও অনলাইন ড্যাশবোর্ডের তদারকি করবেন না তিনি।

শুক্রবার ডিওএইচ এর প্রাক্তন এই বিজ্ঞানী গবেষকদের কাছে প্রেরণ করা ই-মেইলে দাবি করেছেন যে, বরখাস্ত হওয়ার পরে ফ্লোরিডার ডেটাতে 'একই স্তরের প্রবেশ যোগ্যতা এবং স্বচ্ছতা' আশা করবেন না তিনি।

গণমাধ্যম সিবিএস-১২ নিউজকে জোনস জানান, তিনি (লকডাউনের পর) 'পুনরায় সচল করার পরিকল্পনার পক্ষে 'ড্রামস ম্যানুয়ালি ডেটা' পরিবর্তন করবেন না। কারণ  তাকে তার অবস্থান থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

তবে তিনি কোন 'ডেটা'র কথা উল্লেখ করেছেন তা অস্পষ্ট। 

এদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস মঙ্গলবার এই 'ফল আউট'কে 'একটি অমানবিক' বিষয় হিসাবে নাকচ করে ড্যাশবোর্ডকে জাতীয় মডেল হিসাবে প্রশংসা করেছেন।

সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট 

projonmonews24/maruf

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

কালোজিরা খাওয়ার পাঁচ উপকারিতা

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক গ্রেপ্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ