নিউইয়র্কে ঈদের জামাতে ১০ জনের বেশি নয়

প্রকাশিত: ২১ মে, ২০২০ ০৪:০৮:২৯

নিউইয়র্কে ঈদের জামাতে ১০ জনের বেশি নয়

নিউইয়র্কে কড়া নির্দেশনা মেনে ধর্মীয় সমাবেশ পালন করা যাবে। রাজ্যে অনধিক ১০ জন নিয়ে ধর্মীয় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এতে আসছে সপ্তাহান্তে ১০ জন মুসল্লি নিয়ে ঈদের জামাতের আয়োজন করা যাবে। কোথাও ১০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। জামাতে যোগ দেওয়া সবাইকে মাস্ক পরতে হবে। সবাইকে সামাজিক দূরত্বের নির্দেশাবলি মেনে চলতে হবে। ধর্মীয় স্থাপনার পার্কিং লট বা ড্রাইভওয়ে অর্থাৎ খোলা জায়গায় ধর্মীয় সমাবেশ করার পরামর্শ দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে আরও ১১২ জনের মৃত্যুর কথা জানিয়ে গভর্নর কুমো বলেছেন, নিউইয়র্কে নিশ্চিত করোনায় সংক্রমিত হয়ে প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে মৃত্যু যোগ করলে এ সংখ্যা আরও অন্তত পাঁচ হাজার বাড়বে। নতুন মৃত্যুর তালিকায় হাসপাতাল থেকে যোগ হওয়া নামসহ নার্সিংহোমে মৃত ৩০ জনের নাম যুক্ত হয়েছে।

নিউইয়র্কে দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা গড়ে ৩০০ জনের নিচে নেমে এসেছে। রাজ্যে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন প্রায় ৩ লাখ ৫৩ হাজার।

গভর্নর জানিয়েছেন, করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টিংয়ে দেখা যাচ্ছে, রাজ্যের নিম্ন আয়ের লোকজনের মধ্যে সংক্রমণের হার বেশি। নিউইয়র্ক নগরীর কৃষ্ণাঙ্গ, হিস্পানিকসহ শ্বেতাঙ্গ নয়, এমন লোকজনের মধ্যে এখনো সংক্রমণ হচ্ছে। ঝুঁকিপূর্ণ কিছু এলাকা থেকে এখনো সংক্রমিত রোগী হাসপাতালে আসছে। নগরীর ঝুঁকিপূর্ণ এলাকার ২৭ শতাংশ মানুষের মধ্যে ১৯ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে। ব্রঙ্কসের কোনো কোনো এলাকায় ৩৪ শতাংশ, ব্রুকলিনে ২৮ শতাংশ, কুইন্সে ২৫ শতাংশ, ম্যানহাটনে ২০ শতাংশ এবং স্ট্যাটেন আইল্যান্ডে ১৯ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। কুইন্সের হলিস এলাকায় ৩৫ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে। এ এলাকায় কৃষ্ণাঙ্গ, হিস্পানিকসহ বিপুলসংখ্যক বাংলাদেশিদের বাস। নগরীর নিম্ন আয়ের লোকজনের ওপর জরুরি ভিত্তিতে টেস্টিং সুবিধা আর বৃদ্ধির ওপর গভর্নর গুরুত্বারোপ করেছেন।

নিউইয়র্ক নগরীর মেট্রোপলিটন ট্রানজিট অথোরিটির (এমটিএ) ১২৩ জন কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। এ বিভাগের ৩৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

projonmonews24/maruf

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ