মেধাবী শিক্ষার্থীদের নিজ দেশে আমন্ত্রণ জানালেন চীনের প্রেসিডেন্ট


চীনে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেইজিংয়ে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থীদের লেখা একটি চিঠির জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় তিনি বিশ্বের সব দেশের তরুণ শিক্ষার্থীদের চীনে শিক্ষা গ্রহণের বিষয়ে স্বাগত জানান। শি জিনপিং চীন সম্পর্কে জানতে, চীনের মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীদের দেখা চীন সম্পর্কে বিশ্বকে জানানোরও আহ্বান জানান। 

শি জিনপিং আরও জানান, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের সময়টাতে বিদেশি শিক্ষার্থীদের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়ে চীনের নাগরিকদের মতোই গুরুত্ব দেওয়া হয়েছিল।

করোনার লড়াইয়ে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি বিদেশি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র: সিনহুয়া

projonmonews24/maruf