পারস্য উপসাগরে উত্তেজনা, ইরানকে ১০০ মিটার দূরে থাকতে বললো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০ মে, ২০২০ ০১:১০:৩৩

পারস্য উপসাগরে উত্তেজনা, ইরানকে ১০০ মিটার দূরে থাকতে বললো যুক্তরাষ্ট্র

করোনা বিপর্যয়ের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরী থেকে ইরানকে ১০০ মিটার দূরে থাকতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একটি সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে এমনটি বলা হয়।

১০০ মিটারের মধ্যে কোন রণতরী প্রবেশ করাকে যুক্তরাষ্ট্র হুমকি স্বরূপ দেখবে বলে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়।

জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় পারস্য উপসাগরে মার্কিন রণতরীকে উত্যক্ত করছে ইরান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানায়, সমুদ্রে ইরানের কোন গানবোট যুক্তরাষ্ট্রের রণতরীকে হয়রানি করলে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করা হবে।

ট্রাম্পের ওই হুমকির পর এবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বের কথা জানিয়ে ইরানকে সতর্ক বার্তা দেয়া হলো।

projonmonews24/maruf

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ