লক্ষ্মীপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ জন


​​​​​লক্ষ্মীপুরে আরো ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০৫ জন। নতুন শনাক্তকৃতদের মধ্যে দুইজন সদর উপজেলার, দুইজন রায়পুর এবং দুইজন রামগতি উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৯ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আরো জানানো হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৮ মে) লক্ষ্মীপুরের ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে ছয় জন নতুন শনাক্ত রোগী এবং দু’জন পূর্বেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী। দ্বিতীয় দফায় ওই দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তারা দু’জন রামগতির বাসিন্দা।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের সোমবারের তথ্য অনুযায়ী জেলাতে এ পর্যন্ত ৩৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, রামগঞ্জে ১৫ জন, কমলনগরে ছয় জন ও রামগতির পাঁচ জন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগে একজন রোগী মারা যায়। ফলে জেলাতে এখন চিকিৎসাধীন আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ জন।

তাদের জেলা সদর হাসপাতাল, স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

প্রজন্ম নিউজ/ নুর