প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় বিকেলে বৈঠক

প্রকাশিত: ১৭ মে, ২০২০ ১২:৫১:১৭

প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় বিকেলে বৈঠক

কারোনা পরিস্থিতিতে প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় আজ রবিবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সংসদীয় কমিটির এই প্রথম কোনো আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, করোনাভাইরাস সংক্রমণের কারণে ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হলেও ২৪ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওটাই ছিল সংসদীয় কমিটির সর্বশেষ বৈঠক। এরপর ১৮ এপ্রিল এক দিনের জন্য সংসদ অধিবেশন বসলেও কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি। এমনকি অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের রেওয়াজ থাকলেও তা হয়নি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি বৈঠকে আগের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি, করোনা মহামারিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদানকৃত সেবা এবং করোনাকালে বাংলাদেশ কোন কোন দেশকে কী কী সাহায্য করেছে ও কী সাহায্য পেয়েছে তা নিয়ে আলোচনা এজেন্ডাভুক্ত করা হয়েছে। 

projonmonews24/maruf

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ