ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিলেন তাপস

প্রকাশিত: ১৬ মে, ২০২০ ০৩:৪২:৫৩

ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিলেন তাপস

তিন মাসের বেশি সময় ধরে নির্বাচিত হওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। 

শনিবার (১৬ মে) দুপুরে নগর ভবনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন

দায়িত্ব গ্রহণের বিষয়ে বিকেল ৩টায় অনলাইনে ব্রিফিং করবেন নবনির্বাচিত মেয়র তাপস। ব্রেকিংনিউজকে তথ্যটি জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়র নির্বাচনে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ওই বছরের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাঈদ খোকনের শপথবাক্য পাঠ করান।

ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয় ১৭ মে, ২০১৫। এ হিসাবে আহ ১৬ মে পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের অধিকার বর্তমান ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ছিল। কাজেই এর আগে মেয়রের চেয়ারে বসার সুযোগ সীমিত ছিল তাপসের। অবশেষে সাঈদ খোকনের মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব গ্রহণ করলেন তাপস। 

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ