ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইতালি


লকডাউন শিথিলের পর এবার ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ইতালিতে। আগামী জুন থেকে ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছে দেশটির সরকার।

সরকারের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি আদেশে আগামী ৩ জুন থেকে ইতালির এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণ করা যাবে বলেও জানানো হয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ফেব্রুয়ারি থেকে প্রায় দুই মাসের বেশি সময় ধরে লকডাউনে ছিলো ইতালি। তবে করোনা প্রকোপ সম্প্রতি কমে যাওয়ায় দেশটিতে শিথিল করা হয়েছে লকডাউন।

করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ৩১ হাজার ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।

projonmonews24/maruf