যুক্তরাষ্ট্রে ৩৬% করোনা রোগীর কিডনি সমস্যা পাওয়া গেছে

প্রকাশিত: ১৪ মে, ২০২০ ০৩:৪৯:৫৬

যুক্তরাষ্ট্রে ৩৬% করোনা রোগীর কিডনি সমস্যা পাওয়া গেছে

কভিড-১৯ এ আক্রান্ত এক তৃতীয়াংশ রোগীর মধ্যে মারাত্বক কিডনি জটিলতাও তৈরি হয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ রোগীর ডায়ালসিস করতে হয়েছে। নিউইয়র্কের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নর্থওয়েল হেলথে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠেছে। 

বৃহস্প্রতিবার প্রকাশিত ওই জরিপের সহপরিচালক ও নর্থওয়েল ইন গ্রেট নেকের নেফ্রোলজি বিভাগের সহকারী প্রধান ডা. কেনার জাভেরি বলেন, ‘১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৪ হাজার ৪৪৯ করোনা রোগীর ৩৬.৬ শতাংশের মধ্যে মারাত্বক কিডনি জটিলতা তৈরি হয়েছে। এদের মধ্যে ১৪.৩ শতাংশ রোগীকে ডায়ালসিস করতে হয়েছে।’ মারাত্বক কিডনি জটিলতা তখন তৈরি হয় যখন কিডনি অকার্যকর হয়ে পড়ে এবং দেহের দূষিত পদার্থ পরিশোধন করতে পারে না। 

জাভেরি বলেন, ‘অনেক ক্ষেত্রে কিডনি অকেজো হওয়ার ঘটনা ঘটেছে যখন করোনায় মারাত্বক আক্রান্ত রোগীকে ভেন্টিলেটরে নেয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘এ গবেষণার ফলে কভিড-১৯ আক্রান্ত রোগীদের কিডনি চিকিৎসার বিষয়টিও গুরুত্ব পাবে।’ এ নিয়ে গবেষণা করা আরো কয়েকটি টিমও বলেছে করোনা রোগীদের মধ্যে কিডনি অকেজো হওয়ার প্রবণতা রয়েছে।

গবেষণায় বলা হয়, ভেন্টিলেটরে নেয়ার উপযুক্ত হয়ে পড়েছে এমন এক হাজার রোগীর মধ্যে ৯০ শতাংশের মারাত্বক কিডনি জটিলতা তৈরি হয়েছে। 

projonmonews24/maruf

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ