ট্রাম্পের সঙ্গে দূরত্ব রাখার সিদ্ধান্ত পেন্সের

প্রকাশিত: ১৩ মে, ২০২০ ০৩:৫৬:০১

ট্রাম্পের সঙ্গে দূরত্ব রাখার সিদ্ধান্ত পেন্সের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুদিন দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পেন্সের প্রেস সেক্রেটারি করোনা পজিটিভ হওয়ায় তিনি সিদ্ধান্ত নেন। এদিকে প্রেসিডেন্টের এক ব্যক্তিগত খানসামাও করোনায় আক্রান্ত। হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার খবর জানানো হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিহ ম্যাকএনি বলেন, পেন্স কিছুদিন প্রেসিডেন্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কতদিন ধরে দূরত্ব বজায় রাখবেন এ সিদ্ধান্তও ভাইস প্রেসিডেন্টের।

এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, পরীক্ষায় পেন্সের শরীরে করোনা নেগেটিভ এসেছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস রুমে ব্রিফিংকালে একজন রিপোর্টার ম্যাকএনিকে জিজ্ঞেস করেন তিনি কেন মাস্ক পরেননি?

এর জবাবে ম্যাকএনি বলেন, তিনি রিপোর্টারদের থেকে যথেষ্ট দূরত্বে আছেন। আর রিপোর্টাররা সকলেই মাস্ক পরা।

তিনি আরো বলেন, করোনা পরীক্ষায় আমার আজ এবং গতকালও নেগেটিভ এসেছে। সুতরাং আমি ভালো আছি। উল্লেখ্য করোনা মোকাবেলায় হোয়াইট হাউসে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তার প্রধান মাইক পেন্স।

এই টাস্ক ফোর্সের তিন সদস্য সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থনি ফুসি, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর পরিচালক রবার্ট রেডফিল্ড এবং ফুড এন্ড ড্রাগ প্রশাসনের প্রধান স্টিফেন হান কোয়ারেনটিনে রয়েছেন।

projonmonews24/maruf

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ