শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রকাশিত: ১৩ মে, ২০২০ ০১:৩২:১৪

শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে বরিশালে বিক্ষোভ

সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফ সহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা।

বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ করা হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে সমাবেশে অংশ নেয়।

এখানে সভাপতির বক্তব্যে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারি করোনার সময়ে সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি। এসব শিক্ষার্থীরা টিউসনি করতে পারছে না অথচ ম্যাচ ভাড়া দিতে হচ্ছে। এই ম্যাচ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসাথে এ বছরের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের উপর বোঝা চাপানো যাবে না এবং পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করার আহ্বান জানান।

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ