রেল স্টেশনের ফাঁকা জায়গায় সবজি চাষের নোটিশ

প্রকাশিত: ০৮ মে, ২০২০ ০৯:২৯:৩৭

রেল স্টেশনের ফাঁকা জায়গায় সবজি চাষের নোটিশ

বাংলাদেশ রেলওয়ের ঢাকার সকল স্টেশনের ফাঁকা জায়গায় শাক সবজি চাষ করতে জরুরি নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে ওই নোটিশ পাঠানো হয় স্টেশনগুলোর ইনচার্জদের।

ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত ওই নোটিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলা হয়, স্টেশনের ফাঁকা জায়গায় শাক সবজি চাষ করতে ইনচার্জদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।

বর্তমানে ঢাকা বিভাগে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। প্রত্যেকটি স্টেশনের প্লাটফর্মের পাশে, লোকশেড কিংবা লাইনের পাশে অনেক ফাঁকা জায়গা অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়।

ঢাকা বিভাগ রেলের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, এসব অব্যবহৃত জায়গা অযথা পড়ে না থেকে অন্তত রেল কর্মচারীদের সবজির চাহিদা পূরণে কাজে লাগে সে জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মোহসী বলেন, এসব সবজি চাষের প্রয়োজনীয় খরচাদি সংশ্লিষ্ট স্টেশনগুলো নিজেরা সরবরাহ করবেন এবং উৎপাদিত পণ্য নিজেরা ভোগ করতে পারবে। একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবেনা, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ