প্রকাশিত: ০৭ মে, ২০২০ ০৭:১৭:২৬
করোনা সংকটের কারণে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে দেশটির সরকার কর্তৃক পরিচালিত দুই ধাপের শেষ বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নবম ফ্লাইটটি ছেড়ে যায়।
হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন এক ভিডিও বার্তায় জানান, ২১ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা-লন্ডন চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে যুক্তরাজ্য সরকার। কিন্তু বাংলাদেশে আরও ব্রিটিশ নাগরিক থাকায় নতুন করে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। যা ২৯ এপ্রিল, ১ মে, ৩ মে, ৫ মে এবং ৭ মে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।
দ্বিতীয় ধাপের পঞ্চম ফ্লাইটি বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। এ ফ্লাইটে ২৪৬ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
প্রজন্ম নিউজ/ নুর
পাকিস্তানি অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানি মামলায় হাই কোর্টের হস্তক্ষেপ
সিরাজগঞ্জে বিষপানে একই পরিবারে ৩ জনের মৃত্যু
বাংলাদেশ ব্যাংক সার্ভারে আবারো ম্যালওয়ার শনাক্ত
পটুয়াখালীর নারী মেম্বার প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
ডাবরের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে করোনার সুরক্ষিত কিট বিতরণ
করোনার টিকা আমদানি করতে এখনও চূড়ান্ত কোনো ক্রয়আদেশ দেয়নি পাকিস্তান।
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন