মৌসুমী সেজে টাকা হাতিয়ে নিচ্ছে তারা!


চলচ্চিত্রের অনেক স্টার-সুপারস্টারদের স্বপ্নের নায়িকা প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী। দেশজুড়ে রয়েছে অসংখ্য ভক্ত। দেশের বাইরেও তার ভক্তসংখ্যা কম নয়। খ্যাতির বিড়ম্বনাও আছে। 

আর সেই সুযোগ নিচ্ছে একটি দুষ্টচক্র। তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেকের সঙ্গেই প্রতারণা করা হচ্ছে। অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এমন দাবি করেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী।

এ বিষয়ে ওমর সানী বলেন, ‘মৌসুমীর নামে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলাসহ একটা আইডি হ্যাক করে নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি চক্র। আর ওই আইডিগুলোর মাধ্যমে যারা প্রতারিত হচ্ছেন, তারা আমাকে ওই আইডিগুলো নিয়ে অভিযোগ করছেন। মৌসুমীর নামে কোনো ফেসবুক আইডি ও পেজ নেই। ফেসবুকে যা দেখা যাচ্ছে, সবগুলোই ভুয়া, কিন্তু ওই আইডিগুলোর মাধ্যমে ভক্তদের কাছে মৌসুমী সেজে টাকা হাতিয়ে নিচ্ছে তারা।’

ওমর সানী আরো বলেন, ‘করোনাভাইরাস ও ঈদকে সামনে রেখে প্রতারকরা মৌসুমীর নাম ব্যবহার করে ফাঁদ পেতেছে। এই ফাঁদে অনেকে পড়েছেন। এসব প্রতারকের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাঁর ভক্তদের বলব, আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না। যে আইডিগুলো আছে, সেগুলো ভুয়া।’

শিগগিরই ফেক আইডি ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৌসুমী। তিনি বলেন, ‘আমার নাম ব্যবহার করে যাঁরা প্রতারণা করছেন এবং আমার নামে ফেক আইডি পরিচালনা করছেন, আমি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এ ধরনের অন্যায় যারা করে, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।’

প্রজন্ম নিউজ /নুর