বিএনপির জাতীয় ঐক্যের ডাক আবারও নাকচ করলেন কাদের

প্রকাশিত: ০৫ মে, ২০২০ ০৪:৩১:২২

বিএনপির জাতীয় ঐক্যের ডাক আবারও নাকচ করলেন কাদের

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বিএনপির জাতীয় ঐক্যের ডাককে বরাবরই নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা মোকাবেলা পৃথিবীর কোথাও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য দেখা যায়নি।’

মঙ্গলবার (৫ মে) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে হয় না।  রাজনৈতিক দলগুলোর মধ্যে করোনা বিষয়ে অহেতুক ঐক্য গঠনের প্রয়োজনীয়তা কি? পৃথিবীর ২১০ দেশে করোনার বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশসহ পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের প্রয়োজন দেখা যায়নি। এ সংকটেয় প্রয়োজন চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। রাজনৈতিক দলগুলোর এখন প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো। নিজেরা সচেতন হওয়া। স্বাস্থ্যবিধি মেনে চলা।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজন চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় তৈরি করা। চিকিৎসা বিষয়ক দক্ষ ও প্রশিক্ষিত, অভিজ্ঞদের নিয়ে এবং বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা। করোনার অভিন্ন টার্গেট দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। টাস্কফোর্স বিভিন্ন দেশে হয়েছে, হচ্ছে, তবে সেটা ভ্যাকসিন রিলেটেড বা চিকিৎসা বিষয়ক।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ করোনা সংকটকালেও কথায়-কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদগার করছেন। অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়েও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি। বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার করে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই,  এই দুর্যোগের সময় তারা কথামালা চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবেলায় কিছুই কি দিতে পেরেছে? ’

সড়কমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করা চিরায়ত ভাইরাসে আক্রান্ত আজ বিএনপির রাজনীতি। পার্শ্ববর্তী দেশের দেখুন কংগ্রেস তহবিল কংগ্রেস তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। সরকারকে আজ জনগণের জীবনের পাশাপাশি জীবিকাও দেখতে হচ্ছে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন। কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও ফোবস এবং ইকোনোমিস্টের মত প্রেস্টিজিয়াস সাময়িকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন। সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবেলায় তার নেতৃত্ব এবং গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।’

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ