করোনায় আক্রান্ত আরও ১৪ ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত: ০৪ মে, ২০২০ ০৭:৪৭:২৭

করোনায় আক্রান্ত আরও ১৪ ব্যাংক কর্মকর্তা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন ব্যাংক কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার চারজন, সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একজন, রূপালী ব্যাংকের দুইজন, অগ্রণী ব্যাংকের দুইজন এবং সোনালী ব্যাংকের ৫ জন।

ব্যাংক কর্মকর্তাদের করোনা শনাক্তের সাথে সাথেই শাখাগুলো লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে কোভিড-১৯ এর শিকার হলেন মোট ২৫ ব্যাংক কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার ওই চার কর্মকর্তা জ্বর, সর্দি ও গলা ব্যথায় আক্রান্ত ছিলেন। গত ৩০ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার (২ মে) রাতে তাদের ফলাফল পজিটিভ আসে। ওই চার কর্মকর্তার মধ্যে একজন দিনাজপুর জেলার পার্বতীপুরে আছেন। বাকি তিনজনের মধ্যে দুইজন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আইসোলেশনে এবং অপরজন নীলফামারী জেনারেল হাসপাতালেরর আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৯ এপ্রিল এই শাখাটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন জানান, সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার একজন সিকিউরিটি গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই গত সপ্তাহ থেকেই শাখাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া গতমাসে বংশাল শাখার দুইজন সিকিউরিটি গার্ড আক্রান্ত হলেও এই মাসে তা খুলে দেওয়া হয়েছে। আক্রান্ত শনাক্ত হওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন তারা।

নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রূপালী ব্যাংকের দুইজন। তাদের মধ্যে একজন উপ-মহাব্যবস্থাপক এবং একজন প্রিন্সিপাল অফিসার পদের কর্মকর্তা। তারা দুজনেই বাসায় থাকা অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্যাংকের শাখার সাথে তাদের কোন যোগাযোগ ছিল না।

সোনালী ব্যাংকের ৫ জন কর্মকর্তা নতুনভাবে আক্রান্তদের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে একজন নরসিংদী, একজন কিশোরগঞ্জ, একজন রমনা কর্পোরেট ও দুইজন রংপুর বাজার শাখায় কর্মরত আছেন।

অগ্রণী ব্যাংকের সাভার নবীনগর শাখার একজন এবং ওয়াসা ভবন শাখার একজন কর্মকর্তা নতুনভাবে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ, গত ২৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখার ৪ জন কর্মকর্তা। শাখাটি সেদিন থেকেই বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত ২০ এপ্রিল একজন কর্মকর্তার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়। শাখাটি এখনও বন্ধ রয়েছে।

বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের রাজধানীর দারুস সালাম শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ আসায় শাখাটির কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রজন্ম নিউজ/ নুর

এ সম্পর্কিত খবর

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

রায়পুরে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আইপিএল জুয়াড়ি সন্দেহে চারজন গ্রেফতার

চোরের হামলায় স্বামী- স্ত্রী আহত, মামলা হলেও গ্রেফতার হয়নি আসামী!

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ