ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই মৃত্যু

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২০ ০৯:৩৭:১৬

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই মৃত্যু

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির মেঝেতে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। তার নাম আব্দুর রশিদ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফার্মেসিতে এই ঘটনা ঘটে। তিনি ইউনাইটেড গ্রুপে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন বলে জানা গেছে।

পরে পুলিশ ও তার প্রতিষ্ঠান থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। করোনাভাইরাসের কোন সংক্রমণ তার শরীরে আছে কিনা আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হবে।

পুলিশ বলছে, তিনি হার্টের রোগী ছিলেন। আজ সকালেও চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

জানা যায়, দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার ‘বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে’ ওষুধ কিনতে যান ওই ব্যক্তি। হঠাৎই তিনি দোকানের ভেতরে অচেতন হয়ে পড়ে যান। এরপরই তার মৃত্যু হয়।

বিগ ফার্মার ম্যানেজার বিপ্লব বলেন, ‘তিনি (রশিদ) একটা প্রেসক্রিপশন নিয়ে আমাদের ফার্মেসিতে এসে ওষুধ কিনছিলেন। সব ওষুধ দেওয়ার পর আমরা হিসাব করছিলাম। এই সময় হুট করে তিনি মেঝেতে পড়ে যান এবং ছটফট করতে থাকেন। এর কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।’

বিপ্লব আরো বলেন, ‘তাকে ওষুধ কেনার সময়ই বেশ অসুস্থ মনে হচ্ছিলো। যতটুকু জানতে পেরেছি তিনি ইউনাইটেড গ্রুপে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। পরে পুলিশ ও কোম্পানির লোকেরা মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।’

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তবে প্রাথমিকভাবে করোনার কোন আলামত আমরা পাইনি। জানতে পেরেছি, তিনি হার্টের রোগী ছিলেন। আজ সকালেও চিকিৎসকের কাছে গিয়েছিলেন।’

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ