ঢাকা ছাড়লেন জাপানের ১০৯ নাগরিক


করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঢাকা ছেড়েছেন ১০৯ জাপানি নাগরিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ (চার্টার্ড) ফ্লাইটে সকালে তারা ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবার (২৮এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

এর আগে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ২ এপ্রিল প্রথম দফায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেলসহ দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংযুক্ত ৩২৭ জাপানের নাগরিক দেশে ফিরে যান।

এছাড়া গত ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের ৩০১, ১৩ এপ্রিল ৩২৮, ৫ এপ্রিল ৩২২ এবং ৩০ মার্চ ২৬৯ নাগরিক দেশে ফিরে যায়। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।

প্রজন্ম নিউজ/ নুর