প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ০৯:০০:৪০
করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিকল্প নেই। দরকার টানা বাড়িতে থাকা। এটা বোঝাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বুধবার কলকাতার রাস্তায় নামেন। খিদিরপুর, বালিগঞ্জ এলাকায় গাড়ি থেকে মাইকে সচেতনতার বার্তা দেন। এর আগে গত মঙ্গলবার তিনি কলকাতার পার্ক সার্কাসে ঝাঁটা হাতে নেমে পরিচ্ছন্নতায় হাত লাগিয়েছিলেন।
মমতা এদিন বলেন, ‘কেউ বাইরে বের হবেন না। বাড়িতে বসেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে হবে।’ তিনি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ওপর জোর দেন।
তিনি বলেন, ‘বাইরে একান্ত বেরতে হলে মাস্কে মুখ ঢেকে বের হন। বারবার সাবান পানি দিয়ে হাত ধুন বা স্যানিটাইজার ব্যবহার করেন। রাস্তায় বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।’ মমতার কথায়, ‘রোগ রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখুন; কিন্তু মানসিকভাবে সবার পাশে থাকুন।’
পাশাপাশি রমজান মাসেও সবাইকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন মমতা।
projonmonews24/maruf
সিরাজগঞ্জে বিষপানে একই পরিবারে ৩ জনের মৃত্যু
পটুয়াখালীর নারী মেম্বার প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
আ.লীগের বিধানে দয়ামায়া নেই: ফখরুল
বাইডেনের শপথ: যুক্তরাষ্ট্রে বিশেষ সতর্কতা জারি
কেশবপুরে বোরো ক্ষেতে গরুর বদলে মই টানছে মানুষ
ধুলায় নাকাল ঢাকা, পড়ে আছে রোড সুইপার ট্রাক
তাপস-খোকনের ভুল বোঝাবুঝির অবসান হবে: তাজুল ইসলাম
আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহ কমছে বিদেশি শিক্ষার্থীদের