করোনায় আক্রান্ত জ্যেষ্ঠ সংবাদকর্মী, প্রথম আলো কার্যালয় বন্ধ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ০৫:৫৩:৪৩

করোনায় আক্রান্ত জ্যেষ্ঠ সংবাদকর্মী, প্রথম আলো কার্যালয় বন্ধ

দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য দৈনিকটির রাজধানীর কারওয়ান বাজারের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বিকল্প উপায়ে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

সোমবার (২০ এপ্রিল) প্রথম আলো অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী নিজের বাসায় সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে।

এ অবস্থায় সোমবার থেকে পত্রিকাটির প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকেই কাজ করছেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত সব শেষ হেলথ বুলেটিন অনুসারে, দেশে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ১০ জন। দেশে এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৪৮। গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮২ জন। অবশ্য করোনা থেকে ৮৫ জন সুস্থও হয়ে উঠেছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু সাংবাদিকও রয়েছেন। সবশেষে এই তালিকায় যোগ হলেন প্রথম আলোর ওই সাংবাদিক।

প্রজন্মনিউজ২৪/নুর

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ