সদর উপজেলা গাইবান্ধা

লকডাউন মানছে না মানুষ, করোনা আতঙ্ক বাড়ছে

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ০৬:২৮:৩১

লকডাউন মানছে না মানুষ, করোনা আতঙ্ক বাড়ছে

মো: নাজমুল, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি: করোনাভাইরাস এর কারনে গাইবান্ধা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা লকডাউন থাকলেও তা মানছে না গ্রাম ও প্রত্যান্ত অন্চলের মানুৃষ। লকডাউন এর ছুটির কারনে গ্রামের বাজারগুলি জেন পরিনত হয়েছে এক মহা উৎসবে।

চলছে অহেতুক ঘোরাঘুরি, আড্ডা।গ্রামের রাস্তাগুলিতে প্রশাসনের তেমন টহল নেই বললেই চলে।যেটুকু টহল আছে তাও আবার নামে মাত্র।

লকডাউন এর বিষয় নিয়ে ত্রিমোহিনী ও বাদিয়াখালী বাজারের কিছু জনতার সাথে কথা বললে তারা বলছে একদিকে লকডাউন এর কারনে বন্ধ প্রায় সব অফিস,আদালত প্রতিষ্ঠান এই ছুটিতে অনেকে বাড়ীতে আসছে যারফলে ভির লেগেই থাকছে দোকান ও রাস্তা গুলিতে।

আরও বলেন রাস্তায় প্রশাসন টহল দিচ্ছে রুটিন মাফিক, সকাল,দুপুর,ও বিকেলবেলা আর বাকি সময়গুলিতে চলছে বেপরোয়া ভাবে ঘোরাঘুরি অহেতুক আড্ডা।

তাই গাইবান্ধা সদর থানা প্রশাসন সহ বাংলাদেশর সকল প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি এবং কঠোর ব্যাবস্হা নেয়ার অনুরোধ করছি।

এসময় টহলরত কিছু সেনাবাহিনীর সাথে এ বিষয়ে কথা বললে তারা বলছে এখন থেকে বাজারগুলির বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া হবে।

প্রজন্মনিউজ২৪/নুর/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ