ভারতে একদিনেই ১০০০ মানুষ আক্রান্ত, বাড়ছে মৃত্যু


প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪০ জনে। ভারতে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

ভারতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার বেড়ে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশে দাঁড়িয়েছে। গেল বুধবার এই হার ছিল ১১ দশমিক ৪১ শতাংশ আর গতকাল বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ২ শতাংশ।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছুবে। এর পর ধীরে ধীরে প্রকোপ কমতে শুরু করবে। এরইমধ্যে চীন থেকে ভারতে এসেছে করোনা পরীক্ষার সাড়ে ৬ লাখ কিট।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারত এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনা করোনা মোকাবিলায় ভালো কাজ করছে। প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারিতে রাখছে।

এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র রাজ্যে। গতকাল বৃহস্পতিবার সেখানে নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১০৭ জনই মুম্বাইয়ের বাসিন্দা। 

এদিকে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার প্রকোপ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওপার-বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। রাজ্যে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

প্রজন্মনিউজ২৪/নুর