ঢাকার বাড়িওয়ালাদের সতর্ক বার্তা দিলেন মেয়র আতিক


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পর এবার বাড়িওয়ালাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

চলমান করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি কোনও বাড়িওয়ালা ডাক্তার, নার্স কিংবা স্বাস্থ্যকর্মীকে বাসা থেকে বের করে দেবেন, তাহলে তাদেরকে কোনও ধরনের সার্ভিস দেবে না উত্তর সিটি করপোরেশন।’

মেয়র আতিক বলেন, ‘ডাক্তার, নার্সসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত অনেককে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যারা বাসা থেকে লোক বের করে দিচ্ছেন সিটি করপোরেশন তাদের কোনও সেবা দেবে না।’ 

একইসঙ্গে তিনি ডাক্তার, নার্স, ত্রাণ বিতরণ কাজে যুক্ত, বিভিন্ন প্রাইভেট কোম্পানির চাকরিজীবী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতে বাড়িওয়ালা ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  

মেয়র আতিকুল এ ব্যাপারে সতর্ক করে বলেন, ‘উত্তর সিটি থেকে আমার  ক্লিয়ার মেসেজ, যদি এমন কোনও কমপ্লেইন পাই, তবে সেই বাড়ির ময়লা নেয়ার জন্য সিটি করপোরেশনের কোনও কর্মী বা স্টাফ যাবে না। তারা সব ধরনের সিটি সার্ভিস থেকে বঞ্চিত হবে। আমি অনুরোধ করবো, ওইসব বাসায় ঢাকার বিদ্যুৎ বিভাগ, ডেসকো, ওয়াসা যেন পানির লাইন ও ইলেকট্রিক লাইন বন্ধ করে দেয়। 

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দেশের এই দুঃসময়ে যারা মানবতার পেশায় আছেন, যারা আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন, তাদের সঙ্গে এ কেমন আচরণ! এটা কী ধরনের মানবতা!’

এসময় তিনি দেশের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের বাসায় থাকতে না দিলে বা তাদের প্রয়োজনীয় সহায়তা না করলে ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট ৮টি ক্রাইম বিভাগের ডিসিকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

প্রজন্মনিউজ২৪/সবুজ