ভারতে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বেড়েছে


করোনাভাইরাসের মহামারি ঠেকাতে ভারতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে। তবে দেশটির বিভিন্ন  রাজ্যে এর প্রয়োগ কিছুটা ভিন্ন হবে।

আজ শনিবার (১১ এপ্রিল) মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন।

খবর আনন্দবাজার পত্রিকার

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে লকডাউনের মেয়াদ বাড়ানোর সংবাদটি দিয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

উল্লেখ, ভারতে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এ সময়ে পুরো দেশেই গণপরিবহন, কলকারখানা, আফিসআদালত বন্ধ ছিল।

তবে লকডাউনের মধ্যেও দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। শুক্রবার দিন শেষে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজারে পৌঁছে গেছে। গতকাল দেশটিতে রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যও রেকর্ড গড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, লকডাউন করা না হলে এর মধ্যে রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যেত। এ বাস্তবতায় বেশ কয়েকটি রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লকডাউনের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানো হয়।

প্রজন্মনিউজ২৪/নুর