বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনা আক্রান্ত

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০ ০৯:৫৫:২৯

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনা আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও একটি বিভাগের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বিএসএমএমইউ অধ্যাপক আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতোমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।

বিএসএমএমইউ হাসপাতাল লকডাউন করা হবে কি-না প্রশ্নে তিনি বলেন, এখানে তো রোগী রয়েছে। আমাদের পলিসি হচ্ছে—তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করবো।

উপাচার্য বড়ুয়া বলেন, তার  সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত ২৪ মার্চ, তাতে করে ১৪ দিনের বেশি হয়ে গেছে।

তবে এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ