সরকারি চাল বিক্রির সময় আ.লীগ নেতা ও তার শ্যালক আটক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২০ ০৯:৩৫:১০

সরকারি চাল বিক্রির সময় আ.লীগ নেতা ও তার শ্যালক আটক

জয়পুরহাটে অবৈধভাবে সরকারি চাল বিক্রি ও সরবরাহের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও তার শ্যালককে হাতে নাতে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত বস্তা ওএমএস'র (ওপেন মার্কেট সেল) চাল উদ্ধার করা হয়।

তারা হলেন, হরিসারা গ্রামের মৃত ছহির উদ্দিন ছেলে ও গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর (৪৭) ও তার শ্যালক একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আনোয়ার জাহিদ (২৭)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটকরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র‌্যাব সদস্যরা তাদের হাতে নাতে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে সাত বস্তা ওএমএস'র চাল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওএমএস'র চাল অবৈধভাবে বিক্রির কথা র‌্যাবের কাছে স্বীকারও করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

প্রজন্মনিউজ২৪/সবুজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ