পথের ধারে অবহেলায় বেড়ে ওঠে যে ফুল

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২০ ১০:১২:০৬

পথের ধারে অবহেলায় বেড়ে ওঠে যে ফুল

আমরা ঘাসের ছোট ছোট ফুল/ হাওয়াতে দোলাই মাথা,/ তুলো না মোদের দোলো না পায়ে/ ছিঁড়ো না নরম পাতা।/ শুধু দেখো আর খুশি হও মনে/ সূর্যের সাথে হাসির কিরণে/ কেমন আমরা হেসে উঠি আর/ দুলে দুলে নাড়ি মাথা।’ কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের লেখা ‘ঘাসফুল’ কবিতাটি আমাদের দেশে প্রাথমিকের পাঠ্যতালিকাভুক্ত। বাংলাদেশের পথে-ঘাটে, মাঠে-প্রান্তরে অবহেলা আর অযন্তে ফুটে থাকে ঘাসফুল। তাদের সম্পর্কে সচেতন করতে, কষ্ট না দিতেই কবি লিখেছেন কবিতাটি। শৈশব থেকেই সবাই যেন প্রকৃতিকে ভালোবাসতে পারে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। লকডাউন অবস্থা চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ সব ধরনের গণপরিবহন। আমাদের দেশেও একরকম লকডাউন অবস্থা বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করছে। প্রত্যন্ত গ্রামে অতটা বিধি-নিষেধ পৌঁছেনি হয়তো। এই ভেবে ঘর থেকে বের হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসরিন হিমু। নোয়াখালী সদর উপজেলার চরম টুয়া একটি নয়নাভিরাম গ্রাম। এই গ্রামের পথে-প্রান্তরে দস্যিপনা করেই বেড়ে ওঠা তার।

ঘর থেকে বের হয়ে জনসমাগম এড়িয়ে হিমু দিগন্তজোড়া মাঠের পাশে ছায়ায় বসেন। নিজের চারপাশে অযন্তে ফুটে থাকা ঘাসফুল দেখে ভাবেন, অবহেলায় প্রকৃতিতে বেড়ে ওঠা এসব ফুলের সৌন্দর্যের কথা। মুগ্ধ হয়ে চেয়ে থাকেন নাম না জানা ঘাসফুলের দিকে। নয়নজুড়ানো রূপ তার। বন্দি করেন মোবাইল ফোনের ক্যামেরায়। হঠাৎ অবহেলার এই ফুলের সঙ্গে দেশের লাখো পথশিশুর সূক্ষ্ম যোগসূত্র খুঁজে পান তিনি।

প্রজন্মনিউজ২৪/সবুজ

এ সম্পর্কিত খবর

ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখায় চৌকসদের নিয়ে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেটে সর্বজনীন পেনশন স্কীমের উদ্বোধন

সিলেট নগরীর আইনশৃঙ্খলা মনিটরিং সিসি ক্যামেরার মাধ্যমে, উদ্বোধনকালে সিসিক মেয়র

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কর্মশালা ও ইফতার

বগুড়ায় রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

ড.ইউনুসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য মানহানিকর : আইনজীবী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ