রাজধানীর সড়কে লাশ, করোনা আতঙ্কে কাছে যায়নি কেউ


রাজধানীর শ্যামপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পড়ে থাকতে দেখেও করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে কেউ এগিয়ে যায়নি বলে জানায় পুলিশ।

রবিবার (৪ এপ্রিল) রাতে জুরাইন নতুন সড়ক থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। লাশ উদ্ধারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানারকম আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে মানুষ থানায় খবর দেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। যেহেতু লাশটি অজ্ঞাত, তাই নিজেদের নিরাপত্তার জন্য পিপিই পরে তা অ্যাম্বুলেন্সে তোলা হয়। বিষয়টা করোনা সংশ্লিষ্ট না। বর্তমান পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা। বাকিটা পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পর ডাক্তাররা বলবেন।

রবিবার রাত পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় ও তার মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

প্রজন্মনিউজ২৪/নুর