মিরপুরে ২৫ পরিবার লকডাউন


রাজধানীর মিরপুরে এক পরিবারের দুই সদস‌্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করে দিয়েছে পুলিশ। যার মধ‌্যে পড়েছে ২৫টি পরিবার।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত দুজনকে সকালে বাসা থেকে নিয়ে গেছে।

পুলিশ জানায়, মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে বসবাস করতেন ওই দুজন। গত দুদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। এরইমধ্যে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এরপরই দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ২৫ পরিবারের বসবাস।

ঘটনার পর এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ওইসব বাড়িতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

প্রজন্মনিউজ২৪/সবুজ