ঝড়ের গতিতে করোনা ছড়াচ্ছে ভারতে, ২৪ ঘণ্টায় ৪৭৮ সংক্রমণ


প্রতিবেশি ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশব্যাপী লকডাউনেও কমেনি বিস্তারের গতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪৭৮ জন মানুষের মধ্যে করোনার সংক্রমণ চিহ্নিত হয়েছে।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬২ জন মারা গেছেন। অন্যদিকে এখন পর্যন্ত ভারতে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৬৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি।

খবর এনডিটিভি ও আনন্দবাজারের

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়,  মার্চ মাসের প্রথম দিকে যেখানে নতুন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিয়েছে ১০ দিন, সেখানে শেষ সপ্তাহে তা হয়েছে ৩ দিনে।

দেশটিতে গত ২০ মার্চ করোনার নতুন রোগী শনাক্ত হয়েছিল ১১ জন। পরের ১০ দিনের মাথায় ২৯ মার্চ তা বেড়ে প্রায় ১০ গুন (১০৩ জন) হয়। পরের দিনই নতুন আক্রান্তের সংখ্যা ২শ ছাড়িয়ে যায়। পরের দুদিনের মাথায় নতুন আক্রান্তের সংখ্যা ৪শ  অতিক্রম (৪৩৭) করে।

প্রাপ্ত তথ্য অনুসারে, যতই দিন যাচ্ছে, ভারতের নতুন নতুন জেলা থেকে সংক্রমণের খবর আসছে। গত ২২ মার্চ পর্যন্ত মাত্র ৭৫টি জেলার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সীমাবদ্ধ ছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২৯ মার্চ নাগাদ আরো ৮৬টি জেলায় কোরানাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। আর আজ শুক্রবার নাগাদ আক্রান্ত জেলার সংখ্যা বেড়ে হয়েছে ২১১।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ৪৯০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর পরেই আছে যথাক্রমে তামিলনাড়ু,কেরল, দিল্লি এবং রাজস্থান।

করোনা সংক্রমণ এড়াতে বর্তমানে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই ঘরবন্দি দশা।

প্রজন্মনিউজ২৪/নুর