ইতালিতে বাড়ছে সুস্থতার সংখ্যা!

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২০ ০৭:৫২:২৩

ইতালিতে বাড়ছে সুস্থতার সংখ্যা!

মহামারি করোনাভাইরাসে ইতালিতে আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

গত একদিনেই দেশটিতে ১ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখন পর্যন্ত ইতালিতে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৫৮ জন।

শুক্রবার (৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিং এ নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭৬৬ জন ও নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

দেশটি এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৮৪ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

এদিকে, করোনায় ইতালিতে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে দেশটিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

গত কয়েকদিনে ৩ বাংলাদেশির মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার ইতালিতে জরুরী অবস্থা জারির শেষ দিন হলেও ফের ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ