ঢাকা-আরিচা মহাসড়কে তিন স্তরের চেকপোস্ট


সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানিকগঞ্জে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। মহাসড়কেও যাতে অবাধে গাড়ি চলাচল না করতে পারে সেজন্যে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তিনস্তরের চেকপোস্ট।

নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর অপ্রয়োজনে রাস্তায় নামা যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে উল্টোপথে। এসব কার্যক্রম তদারকি করছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মানিকগঞ্জের সার্বিক পরিস্থিতি সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত ডিআইজি মো.আসাদুজ্জামান।

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সবশ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিতে হবে। সরকার সাধ্যমত চেষ্টা করছে, তবে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

প্রজন্মনিউজ২৪/নুর