মৃত্যু নেই, দেশে নতুন আক্রান্ত আরও ৫

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২০ ০২:১২:৪৯

মৃত্যু নেই, দেশে নতুন আক্রান্ত আরও ৫

দেশে নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা যা ছিল তা-ই অর্থাৎ ৬ জনেই রয়েছে। 

শুক্রবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

তিনি বলেন, ‘আমি শুধু জনগণকে আহ্বান জানাবো যে, মাননীয় প্রধানমন্ত্রী যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটি মেনে চলার জন্য। আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন এবং সেইভ ডিসটেন্স মেনটেইন করবেন।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা অযথা ঘুরাফেরা করবেন না। যখন বাজারে যাবেন তখনও ভালো দূরত্ব বজায় রেখে কাজ করবেন। জটলা কখনও পাকাবেন না, কারণ জটলা পাকালেই সংক্রমণ বেড়ে যায়। আপনারা ঘরে বসে আল্লাহর নাম নেবেন। আপনারা যখন বাইরে যাবেন মাস্ক পরে বাইরে যাবেন। এটা আমাদের জন্য খুব ভালো হবে। এটাই বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন।’

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আজকে আমাদের ভালো খবর হলো যে, আমরা পজেটিভ নতুন ৫ জনকে পেয়েছি। মোট পজেটিভ ৬১ জন। আরও ভালো খবরটি হলো গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। মৃত ৬ জনই আছে। ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।’ 

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ