বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে অভিযানে ডিএনসিসি

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২০ ০৫:৫৭:০৮

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে অভিযানে ডিএনসিসি

করোনা ভাইরাস সচেতনতায় রাজধানীর ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

পাশাপাশি সাম্প্রতি সময়ে বিদেশ থেকে আসা বাংলাদেশি নাগরিকেরা হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানছেন কি না- সে বিষয়েও তদারকি করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির বর্ধিত এলাকা অঞ্চল-৯ আওতাধীন ভাটারা থানার নতুন বাজার, খিলবাড়ি টেক, বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে সিটি করপোরেশনের পক্ষে নেতৃত্ব দেন অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।

এসময় এসব এলাকার বিভিন্ন অলিগলি, আবাসিক এলাকা এবং বাজারে অবস্থান করছেন এমন নগরবাসীদের মাঝে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। হ্যান্ড মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীকে যথাসম্ভব ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়। খুব প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক, গ্লাভস পরে নিজেদের মধ্যে অন্তত দুই মিটার সামাজিক দূরত্ব মেনে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়।

অভিযান বিষয়ে অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন ব্রেকিংনিউজকে বলেন, ‘এটা আমাদের নিয়মিত কার্যক্রম। এই সময়ে আমরা চাই নাগরিকেরা যেন যথাসম্ভব ঘরে থাকেন। এরপরও কিছু মানুষ বের হচ্ছেন। প্রধান সড়ক বা রাজপথ সংলগ্ন জায়গাগুলোতে লোকজন বেশি ঘরে থাকার বিষয়টি মেনে চলছেন। কিন্তু এলাকার একটু ভেতর দিকে গেলে বোঝা যায় যে, অনেকেই ঘরে থাকছেন না। আমরা তাদের বোঝাচ্ছি। সচেতন করার চেষ্টা করছি।’

হেমায়েত হোসেন আরও বলেন, ‘নাগরিকেরা ঘরে থাকবেন। যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল নন আমরা তাদের খাদ্যসামগ্রী দেব। ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের ৫০০টি করে এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের ১০০টি করে অস্বচ্ছল, অসহায় পরিবারের তালিকা করতে বলা হয়েছে। আমরা তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দেবো।’

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ