সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর অলিগলিতে সেনা টহল

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২০ ০৫:৩৮:৫৪

সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর অলিগলিতে সেনা টহল

দুপুর সাড়ে ১২টা। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় খণ্ড খণ্ড মানুষের জটলা। হঠাৎ সাইরেনের আওয়াজ। দূর থেকে দেখা যাচ্ছে সেনাবাহিনী হ্যান্ড মাইকে কিছু একটা বলছে। এরই মধ্যে খণ্ড খণ্ড জটলাগুলো ভেঙে যে যার মতো এদিক-সেদিক সরে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্য বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কের পাশাপাশি অলিগতিতেও টহল জোরদার করেছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশও। টহলরত সেনাবাহিনীর পক্ষ থেকে রাজধানীবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

সরেজমিনে রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড, পান্থপথ, কলাবাগান, বাংলামোটর ও কাওরান বাজারসহ কয়েকটি এলাকা ঘুরে বৃহস্পতিবার সকাল থেকে এমন চিত্রই দেখা যায়। অপ্রয়োজনে আজ রাস্তায় না বেরুতেও দেখা গেছে অনেককে। তাদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করে রাস্তায় না নামার পরামর্শ দিচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। 

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মাসের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে এই সময়সীমা ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মূলত করোনার সংক্রমণ ঠেকাতে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ছুটি ঘোষণা করে সরকার। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকাবাসী তিনদিনের হোম কোয়ারেন্টাইন মানলেও চতুর্থ দিন থেকে অনেকেই অপ্রয়োজনেও সড়কে নেমে পড়ে। জনসাধারণের মধ্যে এ ব্যাপারে উদাসীনতা চলে আসায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষ্যে গতকাল বুধবার রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বার্তায় জানানো হয়, সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারান্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিতে কাজ করবে। সরকার প্রদত্ত নির্দেশনাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গতকাল বুধবার সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। যতদিন প্রয়োজন হবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে।’

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ