যে কারণে ইতালিতে মৃতের সংখ্যা এত বেশি

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২০ ০৯:৩৩:৫৩

যে কারণে ইতালিতে মৃতের সংখ্যা এত বেশি

মহামারী ঘোষিত করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। এ ভাইরাসে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে ইতালি। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ ইউরোপের এই দেশটি। হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়। গোটা দেশ লকডাউন, তুবও করোনার প্রকোপ কমছে না। দেশটিতে করোনায় মৃতের হার নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশেষজ্ঞরাও। প্রশ্ন হচ্ছে, বাকি দেশগুলোর চেয়ে ইতালিতে মৃত্যুর হার এত বেশি কেন?

ইতালিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৭৭৯ জন। যা বাকি দেশগুলোর চেয়ে অনেক বেশি। ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সভাপতি প্রফেসর ওয়াল্টার রিকিয়ার্ডি বলছিলেন, বয়স্ক মানুষ ইতালির মৃত্যু হার বেশি হওয়ার অন্যতম কারণ। বয়স্ক লোকদের দেশ হিসেবে বিশ্বে ইতালির অবস্থান দ্বিতীয়। জাপানের পরই তাদের অবস্থান। যাকে ধরা হচ্ছে করোনায় মৃতের সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ।

প্রফেসর রিকিয়ার্ডি বলেন, হাসপাতালে যেসব রোগী আছেন তাদের বেশির ভাগই যথেষ্ট বয়স্ক। যাদের গড় বয়স ৬৭ বছর, যা চীনে ছিল ৪৬। বয়স্ক রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণেই করোনা ইতালিতে অধিক প্রাণঘাতী হয়ে উঠেছে। 

কয়েকদিন আগের এক গবেষণায় দেখা গেছে, ইতালিতে আক্রান্তের ৪০ শতাংশ এবং মৃতের ৮৭ শতাংশই হচ্ছে ৭০ বছরের বেশি বয়স্ক। আরেকটি গবেষণায় দেখা গেছে, বয়স্ক লোকদের যারা আক্রান্ত তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যার প্রয়োজন হচ্ছে, যা স্বাস্থ্যসেবায় অতিমাত্রায় চাপ সৃষ্টি করছে।

পাশাপাশি মৃত্যুহার বেশি হওয়ার কারণ হিসেবে রিকিয়ার্ডি আরো একটি বিষয় উল্লেখ করেছেন। তার মতে, হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর কারণ হিসেবে কেবল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে বলে ধরে নিচ্ছেন ডাক্তাররা। যেখানে ডেথ সার্টিফিকেট অনুসারে কেবল ১২ শতাংশ লোকের মৃত্যুর জন্য সরাসরি করোনা ভাইরাস দায়ী। বাকি ৮৮ শতাংশের ন্যূনতম একটি ভিন্ন রোগের ইতিহাস রয়েছে। অনেক ক্ষেত্রে দুই বা তিনটিও আছে।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ