করোনা মোকাবেলায় ২ দিনের বেতন দেবেন ঢাবি শিক্ষকরা

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২০ ০৯:১৩:২০

করোনা মোকাবেলায় ২ দিনের বেতন দেবেন ঢাবি শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে দুই দিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা৷ এ অর্থ আগামী চার মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে৷

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনির্বায কারণে কেউ যদি এ অর্থ প্রদানে অপারগ হয় বা দুই দিনের বেশি বেতনের টাকা দিতে চায়, তাহলে তা আগামী ৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে৷

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ