আর ব্রিফিং করবে না আইইডিসিআর

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২০ ০৭:৩৬:৪৩

আর ব্রিফিং করবে না আইইডিসিআর

করোনা ভাইরাস নিয়ে এখন থেকে আর ব্রিফিং করবে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার (১ এপ্রিল) আইইডিসিআরের এক উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, এখন থেকে আমরা আর ব্রিফিং করব না। করোনা ভাইরাস নিয়ে এখন থেকে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস)। করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে শুরু থেকেই আইইডিসিআর ব্রিফিং করলেও হুট করেই এমন সিদ্ধান্তের কারণ জানাননি তিনি।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ