থানা হেফাজতে মৃত্যু: ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২০ ০৭:২৬:১৭

থানা হেফাজতে মৃত্যু: ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের

বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ এর ৬ ও ৭ ধারা মোতাবেক এ অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বরগুনার পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেন।

আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, 'শানু হাওলাদার গত চারদিন হলো মারা গেছেন। এ পর্যন্ত কোনো মামলা হয়নি। এ কারণে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি লিখিতভাবে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশ এই অভিযোগ নথিভূক্ত করলে ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রসিডিং শুরু হবে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন অনুযায়ী তৃতীয় পক্ষের মামলা বা অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে।'

এক প্রশ্নের জবাবে ইশরাত হাসান বলেন, 'সারাদেশ লকডাউন অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বরগুনার পুলিশ সুপার কার্যালয়ের সরকারি ইমেইলে লিখিত অভিযোগ পাঠিয়েছি।'

ইমেইলে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান এ আইনজীবী।

গত ২৬ মার্চ বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয়।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ