প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে একদিনের বেতন দিল বিজিবি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ১২:৫২:৫১

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে একদিনের বেতন দিল বিজিবি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০০ টাকা দিয়েছে বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবি।

রোববার (২৯ মার্চ) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে একদিনের বেতনের সমপরিমাণ দুই কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা সংগ্রহ করেন।

এরপর বিজিবির কল্যাণ তহবিল থেকে আরও ১০ কোটি টাকাসহ মোট ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি জাগো নিউজকে বলেন, ‘দেশের এই করোনা দুর্যোগ মুহূর্তে আর্থিক সহযোগিতা করে করোনা মোকাবিলায় সরকারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা করা করা হয়েছে। এতে বিজিবির প্রত্যেকটি সদস্য অংশীদার।’

রোববার বিকেলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের হাতে ওই টাকার চেক হস্তান্তর করেন।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ