রংপুরে করোনা ইউনিটে একই পরিবারের পাঁচজন

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ১০:৫৩:১০

রংপুরে করোনা ইউনিটে একই পরিবারের পাঁচজন

রংপুর মেডিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে পাঠিয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল। রংপুর প্রশাসনের নির্দেশে তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাদের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এখন তাদের আইসোলেশনে রাখা হয়েছে। রক্ত-কফসহ অন্যান্য নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।’

এদিকে রংপুর মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তে মেশিন এলেও এখন পর্যন্ত কিট এসে পৌঁছায়নি। তবে পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। করোনা ভাইরাস শনাক্তকরণে পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হতে আরো কয়েকদিন লাগবে। 

তিনি আরও জানান, আইইডিসিআরের একটি টিম গতকাল রবিবার তাদের নমুনা সংগ্রহ করেছেন। তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই রোগীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, তাদের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহাম্মেদ জানান, রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন বিদেশফেরত আরও ১০৪ জন। এনিয়ে এই বিভাগে মোট এক হাজার ৭৬১ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ