স্টুডেন্ট ভিসা নিয়ে প্রতারণা থেকে সাবধান করলো জার্মান দূতাবাস


বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী নিতে চায় জার্মানি। এ বিষয়ে উদ্যোগও নেওয়া হয়েছে। তবে কিছু অসাধু লোক শিক্ষার্থীদের কাছে নিজেদের জার্মান ভিসা কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা নিয়ে প্রতারণা করছে। এ বিষয়ে জার্মান দূতাবাস ২৪ মার্চ তাদের ফেসবুক পেজে একটি নোটিশ দিয়ে সতর্ক করেছে। 

এতে বলা হয়েছে,  ‘কতিপয় ব্যক্তি নিজেদের ভিসা অফিসার পরিচয় দিয়ে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং এ বিষয়টি দূতাবাসের নজরে এসেছে। যদি কোনও শিক্ষার্থীর কিছু জানার প্রয়োজন পড়ে তবে তারা যেন সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। কোনও প্রতারকের খপ্পরে না পড়ে।’

প্রতারকদের সতর্ক করে দিয়ে দূতাবাস বলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ নোটিশের জন্য অনেকে ধন্যবাদ ও আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘সমস্যা হচ্ছে দূতাবাস আমাদের প্রশ্নের জবাব দেয় না। আমি এই বিষয়টি নিয়ে দু’টি ই-মেইল করেছি। কিন্তু কোনও জবাব পাইনি। এরপর দু’দিন ফোন করেছি। প্রথমদিন কেউ ফোন ধরেনি এবং দ্বিতীয় দিন কলটি ট্রান্সফার করার পরে ছয় মিনিট অপেক্ষা করে  ডিসকানেক্ট করা হয়। সত্যি কথা বলতে এই ধরনের ব্যবহারের সুযোগ নিচ্ছে দুষ্ট লোকেরা।’

আরেকজন মন্তব্য করেছেন,  ‘দূতাবাসের কিছু লোভী কর্মচারী এই অপকর্মের সঙ্গে জড়িত। এসব লোকেরা এবং তারা তাদের স্টুডেন্ট কাউন্সেলিং পার্টনাররা দূতাবাসের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং তাদের খুঁজে বের করুন।’

জার্মানিতে প্রায় চার লাখ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে বাংলাদেশি আছে ৩,২২০। এই সংখ্যাকে আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিচ্ছে দেশটির সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

প্রজন্মনিউজ/এসএম