চিরনিদ্রায় শায়িত সানাউল্লাহ মিয়া


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে নরসিংদী শিবপুরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হোন বিএনপির এই নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দুপুরে বিএনপির নিবেদিত প্রাণের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী শিবপুর উপজেলা কারারচর ঈদগাহ মাঠে। এই করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শত-শত মানুষের উপস্থিতি ছিল। এসময় দলের পক্ষ থেকে ছিলেন যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নাল আবেদিন, আকরাম হোসেন, স্থানীয় সাংসদ সদস্য এবং বিএনপি ও আওয়ামী লীগের গণ্যমান্য নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ।

জানাজা শেষে শিবপুরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হোন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার কিছুক্ষণ আগে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

প্রজন্মনিউজ২৪/নুর