রাজশাহীতে বিনা কাজে বাইরে যাওয়ায় কান ধরে ওঠবস

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২০ ০৯:৫৪:২০

রাজশাহীতে বিনা কাজে বাইরে যাওয়ায় কান ধরে ওঠবস

বিনা কাজে বাড়ির বাইরে যাওয়ায় এক যুবককে কান ধরে ওঠবস করাচ্ছে পুলিশ। গণকপাড়া মোড়, রাজশাহী, ২৭ মার্চ। ছবি: শহীদুল ইসলামরাজশাহীতে বিনা কাজে বাড়ির বাইরে গেলেই কান ধরে ওঠবস করাচ্ছে টহল পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার গণকপাড়া মোড়ে দুই যুবককে কান ধরে ওঠবস করায় পুলিশ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নগরের টহলরত পুলিশ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর টহলও অব্যাহত রয়েছে। কোথাও কাউকে যেতে দেখলেই পুলিশ তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করছে। উপযুক্ত জবাব দিতে না পারলেই কান ধরে ওঠবস করানো হচ্ছে। বেলা সোয়া ১১টায় নগরের গণকপাড়ার মোড়ে এক যুবক অটোরিকশায় নিউমার্কেটের দিক থেকে সাহেববাজারের দিকে যাচ্ছিলেন। পুলিশ রিকশা থামিয়ে যাত্রীর কাছে জানতে চান কোথায় যাচ্ছেন, কী কাজ? ওই যাত্রী প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। পুলিশ তাঁকে ধরে পায়ের স্যান্ডেল খুলে রাস্তা কত গরম, একটু অনুভব করতে বলে। এরপর তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। একইভাবে আরেক রিকশার যাত্রীকে নামানো হলো। তিনিও বাইরে বের হওয়ার উপযুক্ত জবাব দিতে পারলেন না। তাঁকেও একইভাবে পায়ের স্যান্ডেল খুলে রাস্তার ওপরে দাঁড় করানো হয়। এরপর কান ধরে ওঠবস করায় পুলিশ।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, কাউকে কান ধরে ওঠবস করানো নির্দেশনা দেওয়া হয়নি। বলা হয়েছে মোটিভেশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা। পুলিশের কোন টিম এই কাজ করেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

projonmonews24/maruf

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ