হোম কোরায়েন্টাইন : (সাঃ) সেই বন্দিত্বের দিনগুলো!


নবুওয়তের ষষ্ঠ বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। ইসলামের দাওয়াতকে থামিয়ে দিতে কুরাইশরা হেন কোনও পদক্ষেপ ছিল না- যা তারা ততদিনে নেয় নি। কিন্তু আল্লাহ্‌র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লামকে নিবৃত্ত করতে তারা ব্যর্থ হয়েছে।

কুরাইশ নেতাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল মক্কার লোকদের থেকে তাঁকে আইসোলেট করা। কিন্তু চাচা আবু তালিবের জন্য তা সম্ভব হচ্ছিল না। তারা আবু তালিবকে বললো, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরাইশদের হাতে তুলে দেওয়া হয়।

আবু তালিব তাৎক্ষণিক এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবের লোকদের কা’বার সামনে উপস্থিত হতে বলেন। আর তাদেরকে শপথ করান, যেন সম্মিলিতভাবে তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুরক্ষা দেয়।

প্রজন্মনিউজ/নুর