শ্বশুরবাড়ি বেড়াতে আসা যুবক আইসোলেশনে

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ০৮:০৫:০৫

শ্বশুরবাড়ি বেড়াতে আসা যুবক আইসোলেশনে

পাবনার বেড়া উপজেলায় শ্বশুড়বাড়িতে বেড়াতে আসা এক যুবককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রেখেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।

একইসঙ্গে তার শ্বশুরবাড়ির শিশুসহ ১৬ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলা পরিষদের কাশিনাথপুরস্থ ডাকবাংলো আইসোলেশন সেন্টারে পাঠানো হয় ওই যুবককে।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ওই যুবকের আইসোলেশন রাখার সত্যতা নিশ্চিত করেছেন।

আইসোলেশন সেন্টারে নেওয়া ওই যুবকের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করেন।

জাতসাখিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি। উপজেলা প্রশাসন ওই যুবককে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন। ’

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, গেল ২৫ মার্চ ওই যুবক শরীরে জ্বর, গলাব্যাথা নিয়ে বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে আসেন। তার অসুস্থতার খবর স্থানীয় চেয়ারম্যান অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি উপজেলা প্রশাসনকে জানান।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ