সিঙ্গাপুরে শারীরিক দূরত্ব লঙ্ঘনে ৭ হাজার ডলার জরিমানা!

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ১১:৩২:০৮

সিঙ্গাপুরে শারীরিক দূরত্ব লঙ্ঘনে ৭ হাজার ডলার জরিমানা!

করোনাভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব বিষয়ে নতুন নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর জরিমানা জারি করছে সিঙ্গাপুর।  শুধু জরিমানা নয়, দোষ প্রমাণ হলে কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

শুক্রবার (২৭ মার্চ) থেকে এশিয়ার দেশটিতে এ জরিমানা ও দণ্ড কার্যকর করছে প্রশাসন।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যিনি বা যারা পাবলিক প্লেসে এক মিটার দূরত্বের (৩ ফুট) বিষয়টি লঙ্ঘন করবেন, দোষ প্রমাণিত হলে তাকে সাত হাজার মার্কিন ডলার জরিমানা, অথবা সবর্োচ্চ ছয় মাসের কারাদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয়শ ৮৩ জন। মারা গেছেন দুই জন। আর সুস্থ হয়েছেন একশ ৭২ জন।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ২৪ হাজারের বেশি মানুষ।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ